বাংলাদেশের সীমান্ত সংক্রান্ত আলোচনা

সীমানা কেন্দ্রিক আলোচিত বিষয়াবলী বিশ্লেষণঃ

র‍্যাডক্লিফ রেখা: র‍্যাডক্লিফ রেখা হল ভারত উপমহাদেশের বিভক্তির সময় সৃষ্ট সীমানা রেখা, যা ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা নির্ধারণ করে। এটি স্যার সিরিল র‍্যাডক্লিফ দ্বারা অঙ্কিত হয়, এবং ১৯৪৭ সালে এই রেখা অনুযায়ী ভারত ও পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্র হিসাবে গঠন হয়। পূর্ব পাকিস্তান (বর্তমান বাংলাদেশ) ও ভারতের মধ্যে সীমানা সমস্যার শুরু এখান থেকেই।

সীমান্ত চুক্তি: বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন সময় সীমান্ত চুক্তি সম্পাদিত হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য চুক্তি হল ১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তি, যা ২০১৫ সালে কার্যকর হয়। এই চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে ছিটমহল বিনিময় সম্পন্ন হয়, যা দীর্ঘদিনের সীমান্ত সমস্যার সমাধান করে।

দক্ষিন তালপট্টি দ্বীপ: দক্ষিন তালপট্টি দ্বীপ ছিল বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের একটি ছোট দ্বীপ, যা বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি বিতর্কিত এলাকা ছিল। এই দ্বীপ নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ থাকলেও, জলবায়ু পরিবর্তনের ফলে ১৯৮৯ সালে দ্বীপটি সমুদ্রের নিচে তলিয়ে যায়।

তিনবিঘা করিডোর: তিনবিঘা করিডোর হল ভারত ও বাংলাদেশের মধ্যে একটি সংযোগ সড়ক, যা বাংলাদেশের দহগ্রাম ও আঙ্গরপোতা ছিটমহলকে মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করে। ২০১১ সালে এই করিডোর সম্পূর্ণভাবে বাংলাদেশের নিয়ন্ত্রণে দেয়া হয়, যা দুই দেশের সীমান্ত সম্পর্কের উন্নতি ঘটায়।

Question of

Next

Good Try!
You Got out of answers correct! That's

Post a Comment